অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে এরদোয়ানের বক্তব্য প্রচার!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার  

যুক্তরাষ্ট্রের সাবেক আলোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য প্রচার করা হয়েছে। ট্রাম্পের ওয়েবসাইট ‘ডোনাল্ড ট্রাম্প ডটকম’ হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। খবর সিএনএন-এর।

রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছেন। তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হয়ো না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন।

সম্প্রতিকালে দেওয়া এক ভাষণে পবিত্র কুরআন থেকে এ বাণী উদ্ধৃত করেছিলেন এরদোয়ান।

রুতআইলদিজ অবশ্য পুরনো হ্যাকার এবং আমেরিকানদের কাছেও পরিচিত। কারণ ২০২০ সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচারণার ওয়েবসাইট ভোট.জোবাইডেন ডটকম হ্যাক করেছিলেন তিনি।