অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওবায়দুল কাদেরের আশ্বাস

হিন্দু ভাই-বোনদের বলবো আপনাদের ভয় নাই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:৪০ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশে লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশে লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছে তার দল। 

**সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা শুরু

ওবায়দুল কাদের আরও বলেন, ‘হিন্দু ভাই-বোনদের বলবো, আপনাদের ভয় নাই। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছেন, আওয়ামী লীগ আছে। আমরা শেখ হাসিনার সরকার মাইনরিটিবান্ধব সরকার।’

তিনি আরও বলেন, যতদিন না সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত ভেঙে দেওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবেলা করবে। এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সামনে। আন্দোলনে ব্যর্থ-নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। কাদের রাজনৈতিক উসকানিতে এই অপশক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। একটা কথা বলতে চাই, যারা আজকে এই সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াচ্ছে তাদের ভুলে যাওয়া উচিত নয়— এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশী দেশ ভারতে আছে।’ 

ক্ষমতাসীন দলের এই বক্তব্য শেষে পূর্ব ঘোষিত শান্তি শোভাযাত্রা কর্মসূচি শুরু হয়।