অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ন্যাটোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার  

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো থেকে কূটনৈতিক মিশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার। গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশটির আট কূটনীতিককে ন্যাটো থেকে বহিষ্কার করার পর এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।

সম্প্রতি ন্যাটো তাদের মিশন থেকে আটজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে। যা নভেম্বরের প্রথম দিক থেকে কার্যকর করা হবে। এ ঘটনার পাল্টা জবাবে এবার ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া।

রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ন্যাটো কোনো ধরণের সমতাভিত্তিক সংলাপে আগ্রহী নয়। আর ভবিষ্যতে কিছু পরিবর্তন ঘটবে এমনটা আশা করা যায় না। ফলে মিশন চালিয়ে যাওয়ার তেমন প্রয়োজনীয়তা দেখছে না রাশিয়া।

ন্যাটোর তরফ থেকে রাশিয়ার এই সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। তবে তারা বিষয়টির ওপর নজর রাখছে।