অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেখ রাসেল দিবস উদযাপন করলো বেপজা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার  

জাতীয় উদযাপনের অংশ হিসেবে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে আজ ঢাকাস্থ নির্বাহী দপ্তর প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেলে এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ উপলক্ষ্যে বেপজা নির্বাহী দপ্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘রাসেল আজ বেঁচে থাকলে হতে পারত বিশ্বব্যাপী পরিচিত কোন মানবদরদী।

তিনি আরো বলেন, ‘যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে, বাংলা ভাষাভাষী মানুষ থাকবে, ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শেখ রাসেলও বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে।’

বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেনও এসময় বক্তব্য রাখেন। 

অন্যান্যদের মধ্যে সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মোঃ জাকির হোসেন চৌধুরী এবং বিভাগীয় প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন। বেপজা অর্থনৈতিক অঞ্চলসহ আটটি ইপিজেডও নির্বাহী দপ্তরের ন্যায় দিনটি উদযাপন করে।