অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু ১০, শনাক্ত ৩৩৯

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার   আপডেট: ০৫:১৫ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭৭৮ জন

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭৭৮ জন

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী সোমবার (১৮ অক্টোবর) করোনাক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার মারা যান ১৬ জন, শনিবার ৯ এবং শুক্রবার ৬ জনের মৃত্যু হয়।

** মৃত্যু বেড়ে ১৬, আরও কমলো শনাক্তের হার

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৩৯ জনের। গতকাল রবিবার ৩১৪ জন করোনায় সংক্রমিত হন।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৮০। রবিবার ছিল ১.৭৪, শনিবার ১.৮৮,  শুক্রবার ২.০৯।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭৭৮ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু: ১০
  • মোট মৃত্যু: ২৭ হাজার ৭৭৮
  • শনাক্ত: ৩৩৯
  • মোট শনাক্ত: ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৮ হাজার ৮১২
  • শনাক্তের হার: ১.৮০ শতাংশ
  • সুস্থ: ৫০৯
  • মোট সুস্থ: ১৫ লাখ ২৮ হাজার ৩৭১

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। 

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ৩
চট্টগ্রাম: ২
রাজশাহী: ১
খুলনা: ৩
বরিশাল: ০
সিলেট: ১
রংপুর: ০
ময়মনসিংহ: ০

সোমবার করোনায় নারীর মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ৪
নারী:  ৬

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ১ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে, ২ জনের ৬১-৭০ এর মধ্যে, ৫১-৬০ এর মধ্যে ৩ জন। এছাড়া আরও ২ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে

এছাড়া ৩১-৪০ এবং ২১-৩০ এর মধ্যে ১ জনের বয়স।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ৩৭১।