অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইভ্যালি নিয়ে হাইকোর্টের বিশেষ কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১১ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার   আপডেট: ১২:৩৭ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার

বিচারপতি খুরশীদ আলম সকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়

বিচারপতি খুরশীদ আলম সকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অবসায়ন সংক্রান্ত চার সদস্যের বিশেষ কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এই কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে।

**ইভ্যালি পরিচালনায় বোর্ড গঠন করবেন হাইকোর্ট

সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি খুরশীদ আলম সকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

কমিটি গঠনের জন্য এক রিটের শুনানি শেষে গত ১২ অক্টোবর এ বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ঠিক কর বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।

একজন গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে গত ২২ সেপ্টেম্বর রুল জারি করে হাইকোর্ট। রুলে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ইক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, ইভ্যালিকে বিবাদী করা হয়।