অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, টসে জিতে ফিল্ডিংয়ে ওমান 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার  

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হয়েছে পাপুয়া নিউ গিনির। উদ্বোধনী ম্যাচের শুরুতে ওমান অধিনায়ক জিশান মাকসুদ হাসলেন জয়ীর হাসি। টসে জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

নিজেদের মাঠে বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচের চাপও থাকবে। এমন এক ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন? উত্তরে ওমান অধিনায়ক জানালেন, উইকেটটা বেশ শুকনো। বেশ কজন রিস্ট স্পিনার আছেন দলে, মরুর গরমে তাদের ভালোভাবে ব্যবহার করার আশাবাদই ব্যক্ত করেছেন তিনি।

পাশাপাশি জানিয়েছেন, সন্ধ্যা ঘনিয়ে এলে আবহাওয়া যতটা ঠাণ্ডা হতে থাকবে, উইকেটটাও সাহায্যের হাত বাড়াবে ব্যাটারদের দিকে। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন জিশান। এদিকে পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা জানালেন, তার ভাবনাও একই রকম ছিল। এই ম্যাচে টসে জিতলে তিনিও নিতেন বোলিংয়ের সিদ্ধান্তই।

স্বাগতিক হিসেবে প্রথম হলেও বিশ্বকাপে এটি ওমানের দ্বিতীয় অংশগ্রহণ। ২০১৬ বিশ্বকাপেও প্রথম পর্বে খেলার সুযোগ হয়েছিল তাদের। এদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ওমানের চেয়ে তিন ধাপ এগিয়ে ১৫তম অবস্থানে থাকলেও পাপুয়া নিউ গিনি এবারই প্রথম খেলতে এসেছে বিশ্বকাপে।