অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাম্প্রদায়িক হামলায় ইন্ধনদাতাদের পরিচয় অনুমান করতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার   আপডেট: ০২:০২ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে একটি পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ঘটে যাওয়া ঘটনায় দায়ীদের খুবই শিগগিরই গ্রেফতার করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, ‘যেভাবে এগোচ্ছি, তাতে আমরা আশা করছি খুব শিগগিরই দায়ীদের গ্রেফতার করতে পারব।‘

মন্ত্রী বলেন, ‘এ ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণোদিত। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। যে ঘটনাগুলো যারা করছেন এগুলো উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কারো ইন্ধনেই করছেন।’

কারা এ ঘটনার পেছনে আছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অনুমান করে নেন কারা করতে পারে। আমাদের কাছে তথ্যপ্রমাণ এলে আমরা প্রকাশ করব।’

এবারে দুর্গাপূজা চলাকালীন ও বিসর্জন শেষে কুমিল্লাসহ দেশের কয়েকটি জায়গায় হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ, র‌্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য।