অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ প্রদেশে মেয়েদের স্কুল খুলেছে তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার   আপডেট: ১২:৫৬ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার

আফগান মেয়েদের শিক্ষাসংক্রান্ত পরিকল্পনা শিগগিরই ঘোষণা করবে তালেবান

আফগান মেয়েদের শিক্ষাসংক্রান্ত পরিকল্পনা শিগগিরই ঘোষণা করবে তালেবান

আফগান মেয়েদের শিক্ষাসংক্রান্ত পরিকল্পনা শিগগিরই ঘোষণা করবে তালেবান। তবে এরিমধ্যে দেশের পাঁচ প্রদেশে মেয়েদের স্কুল খুলে দেওয়া হয়েছে। 

এই পাঁচ প্রদেশ হচ্ছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালখ, জুযজান ও সামানগান, উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উরুজগান।

সেপ্টেম্বর মাসে আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করার ঘোষণা দেয় তালেবান। তবে এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। 
 
আন্তর্জাতিক বিশ্লেষকরা জানান, তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার অন্যতম কারণ মেয়েদের লেখাপড়া করার অনুমতি না দেওয়া। 

আফগানিস্তানের ছেলেরা প্রায় চার সপ্তাহ ধরে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে। কিন্তু দেশটির মেয়েশিক্ষার্থীদের জন্য এখনো এ সুযোগ তৈরি হয়নি।

গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে ইউনিসেফের উপনির্বাহী পরিচালক ওমর আবদি বলেন, তালেবানের শিক্ষামন্ত্রী তাঁদের বলেছেন, তাঁরা একটি কাঠামো নিয়ে কাজ করছেন। এ কাঠামো তাঁরা শিগগিরই ঘোষণা করবেন। এ কাঠামো আফগান মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ করে দেবে। তারা আশা করছেন, এটি খুব শিগগির হবে।

কয়েক সপ্তাহ ধরে তালেবান বলে আসছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব মেয়েদের স্কুলে ফিরতে দেবে।
ওমর আবদি বলেন, আফগান মেয়েদের শিক্ষার জন্য আর অপেক্ষা না বাড়াতে দেশটির শাসনকারী তালেবান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।