অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামের ওয়ার সিমেট্রিতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৩১ এএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার   আপডেট: ০১:৩৭ পিএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমনওয়েলথ দেশ গুলোর হয়ে লড়াই করে মৃত্যুবরনকারী ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ভারতীয় হাই কমিশন। রবিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামের ওয়ার সিমেট্রির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে হাই কমিশনের ঢাকার প্রতিনিধিরা। 
 
সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের ডিফেন্স এডভাইজার সাবরিওয়াল ও স্কোয়াড্রন লিডার তুষার মোহন। এ সময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী উপস্থিত ছিলেন। 

ভারতীয় সহকারী হাইকমিশনার বলেন, ভারত যখন স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে, তখন শ্রদ্ধার সাথে সেসব সাহসী নারী, পুরুষদের স্মরণ করছি যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের আত্মত্যাগ মিত্র দেশগুলির বিজয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।

ওয়ার সিমেট্রিতে ৭৫১ টি যুদ্ধ সমাধি রয়েছে। যার মধ্যে ১৪ জন নাবিক, ৫৪৫ জন সৈন্য এবং ১৯৪ জন বিমানবাহিনীর সদস্য রয়েছেন। এসব ব্যক্তিরা ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন।