অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাশ্মীরে হত্যা থামছেই না

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:০৭ এএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার  

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় শনিবার আরও দুইজন সাধারণত মানুষের মৃত্যু হয়েছে। একই দিনে দুইজন ভারতীয় সেনা সদস্যের প্রাণহানির খবরও পাওয়া গেছে। এই নিয়ে গেলো ছয়দিনে নয়জন সেনা সদস্য প্রাণ হারালেন বিচ্ছিন্নতাবাদীদের হামলায়।

শনিবার সন্ধ্যার হামলায় যে দুজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন তারা কেউই কাশ্মীরের স্থানীয় নন। একজনের নাম অরভিন্দ কুমার শাহ। তিনি কাজের খোজে বিহার থেকে কাশ্মীর এসেছিলেন মাত্র তিনমাস আগে। ফুটপাতে ছোট ভ্রাম্যমান দোকান চালাতেন তিনি। আরেকজনের নাম সাগির আহমেদ। ভারতের উত্তর প্রদেশ থেকে আসা সাগির আহমেদ পেশায় ছিলেন রংমিস্ত্রি।

অন্যদিকে যে দুই সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা গেলো বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। সেদিন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাদের মুখোমমুখি লড়াইয়ের ঘটনা ঘটেছিল।

এদিকে কাশ্মীরের পুলিশ দাবি করেছে গেলো ২ ঘণ্টায় তিনজন বিচ্ছিন্নতাবাদী তাদের হামলায় প্রাণ হারিয়েছে।