অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘন্টায় ১৮৩ নতুন ডেঙ্গু রোগী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার  

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৮৩ জন। এরমধ্যে রাজধানী ঢাকায় ১৪১ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৪২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ৮৬৯ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ২১ হাজার ২০১ জন। এ পর্যন্ত ২০ হাজার ২৪৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাসেবা নিয়ে হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছেন।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৮১ জন ভর্তি রয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন।