অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত ৬

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ

প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার   আপডেট: ০৫:২৫ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় শনিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

ত্রিশাল থানাসূত্রে জানা গেছে, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস ত্রিশালের চেলেরঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে ময়মনসিংহগামী একটি বালুবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। 

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।