অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাম্প্রদায়িক দাঙ্গায় বিএনপির হাত আছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৬ অক্টোবর ২০২১ শনিবার  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনায় বিএনপির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বিশ্বাস করি না, কোনো হিন্দু ভাই আমাদের প্রাণের গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করতে পারে। বিএনপি চোখে রঙিন চশমা পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, বিএনপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীত নষ্ট করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছে। তবে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গা লাগিয়ে পার পাবে না। সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে হবে।

সাধারণ সম্পাদক বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা থেকে কেউ এরকম কোনো প্রার্থীর নাম পাঠাবেন না, যাকে মনোনয়ন দিলে সেটা সাধারণ জনগণ ও দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়। নিজেদের পাল্লা ভারী করার জন্য কেউ এরকম অযোগ্য প্রার্থীর নাম সুপারিশ করবেন না।’

তিনি বলেন, ‘রাজবাড়ী থেকে অনেকেই দলীয় পদ প্রত্যাশী রয়েছেন। আমি মনে করি, সবাই যোগ্য এবং সবাই দলকে সুসংগঠিত করার কাজ করছেন। দলে অনেকেরই অবদান রয়েছেন। তবে আমাদেরকে একজনকেই সভাপতি এবং একজনকেই সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে।’

তিনি বলেন, ‘আশা করব যেই পদে আসুক আপনারা সবাই মিলে রাজবাড়ী আওয়ামী লীগকে শক্তিশালী করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকে।