অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩৩ দেশের পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ নেই

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার  

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র। আপাতত ৮ নভেম্বর থেকে ৩৩ দেশের নাগরিকরা এই সুযোগ পাচ্ছেন। সেই তালিকায় নেই বাংলাদেশ।

তালিকায় থাকা ৩৩ দেশের নাগরিকদের জন্যও থাকছে কিছু শর্ত। যারা পূর্ণ ডোজ যুক্তরাষ্ট্র অনুমোদিত টিকা নিয়েছেন, কেবল তারাই যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসতে হবে। তবে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ।

দেশগুলোর মধ্যে আছে 

ইউরোপীয় ইউনিয়নের ২৬টি দেশ এবং ব্রিটেন, আয়ারল্যান্ড, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিল।