অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু ৯, শনাক্তের হার আরও কমে ২.০৯

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার   আপডেট: ০৫:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.০৯

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.০৯

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী শুক্রবার (১৫ অক্টোবর) করোনাক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার করোনাক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়, যা গতসপ্তাহে সর্বনিম্ন। এছাড়া বুধবার মারা যান ১৭ জন, মঙ্গলবার ১৪, সোমবার ছিল ১১, রবিবার ১৪ এবং শনিবার ২০ জনের মৃত্যু হয়।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে  ১৮ হাজার  ৯৮০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৯৬ জনের। গতকাল বুধবার ৪৬৬ জন করোনায় সংক্রমিত হন।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.০৯। বৃহস্পতিবার ছিল ২.১৬, বুধবার ছিল ২.৩৪, মঙ্গলবার ছিল ২.৩৫,সোমবার ছিল ২.৫৮, রবিবার ২.৩৬, শনিবার ২.৪৫, শুক্রবার ২.৭৭।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭৪৬ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু: ৯
  • মোট মৃত্যু: ২৭ হাজার ৭৪৬
  • শনাক্ত: ৩৯৬
  • মোট শনাক্ত: ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ১৮ হাজার ৯৮০
  • শনাক্তের হার: ২.০৯ শতাংশ
  • সুস্থ: ৫২৩
  • মোট সুস্থ: ১৫ লাখ ২৬ হাজার ৮৯১

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,সরকারি হাসপাতালে ৮ জন এবং ১ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। 

বিভাগভিত্তিক মৃত্যু-
ঢাকা: ৬
চট্টগ্রাম: ২
রাজশাহী: ০
খুলনা: ০
বরিশাল: ০
সিলেট: ১
রংপুর: ০
ময়মনসিংহ: ০

গত দিনদিন ধরে করোনাক্রান্ত হয়ে নারীর মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ৪
নারী:  ৫

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ২ জনের বয়স ৮১-৯০, ২ জনের বয়স ৭১-৮০,৬১-৭০ এর মধ্যে ৪ জনের বয়স। এছাড়া ১ জনের বয়স ৫১-৬০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ২৬ হাজার ৮৯১।