অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওবায়দুল কাদেরের অভিযোগ

সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার  

শুক্রবার (১৫ অক্টোবর) বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের

শুক্রবার (১৫ অক্টোবর) বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের

বিএনপি সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেছেন,  বিএনপি আবারও তাদের সেই পুরনো রূপে ফিরে আসছে।

শুক্রবার (১৫ অক্টোবর) বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব বলেন।

কুমিল্লার ঘটনায় বিএনপির বক্তব্য ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের মত। শুধু তাই নয়, সনাতন ধর্মালম্বীদের জন্যও প্রতিটি দিন ছিল দুঃস্বপ্নের। সবসময় মনে হতো, এই বুঝি মন্দিরে, বাড়িঘরে হামলা হলো।

আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেলো’-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা দেয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ। কাজেই একযুগ ধরে যারা নির্বাচন ও রাজপথে কোনো সক্ষমতা দেখাতে পারেনি সেই বিএনপিকে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই।

তিনি বলেন, বরং ষড়যন্ত্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্পও করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। আজ তারাই মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটি প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ দল বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।

বিভিন্ন সভা-সমাবেশে বিএনপি মহাসচিব স্বভাবসুলভভাবে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করছেন বলে দাবি করেন ওবায়দুল কাদের।