অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে ৩৭৯

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার   আপডেট: ১২:৫২ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭৯ জন মারা গেছেন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭৯ জন মারা গেছেন

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭৯ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৮১৪ জন। একই সময়ে আক্রান্ত আরও ১৬ হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৫৯২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৮০ হাজার ১৪৮টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৯ হাজার ৩৯১ জন। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৮২ হাজার ১০০ জন।

শুক্রবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ওড়িষা ও ছত্তিশগড়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩০ লাখ ২৬ হাজার ৪৮৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ৯৭ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৫৫৩ জন মানুষকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪ লাখ ২১ হাজার ৩৮০টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬৭ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৬০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য,গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।