অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতালে 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:২৮ এএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার  

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এক মুখপাত্রের বরাত দিয়ে আজ শুক্রবার (১৫ অক্টোবর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৭৫ বছর বয়সী ক্লিনটন গত মঙ্গলবার ইউসি ইরভিন মেডিকেল সেন্টারে ভর্তি হন, সেখানে তার চিকিৎসা চলছে। যদিও কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি। তবে তিনি সুস্থ আছেন।

তার চিকিৎসকদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাকে অ্যান্টিবায়োটিক এবং তরল ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকরা আরও জানিয়েছেন, ক্লিনটনের নিয়মতি পর্যবেক্ষণের  জন্য সাবেক এই প্রেসিডেন্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। আশা করা হচ্ছে শিগগির তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

বিল ক্লিনটন আরকানসাসের অধিবাসী। ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার স্ত্রী হিলারি ক্লিনটন। তিনি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।