অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নভেম্বরে ইউরোপের ৩ দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩১ এএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা [ফাইল ছবি]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা [ফাইল ছবি]

আসছে নভেম্বরে ইউরোপের তিন দেশ স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ফ্রান্স সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ যোগদানের জন্য ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করবেন তিনি। পরে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর ইউনেস্কো থেকে ‘বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে কপ-২৬ শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য আগামী ৩১ অক্টোবর গ্লাসগোর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এছাড়া সাইডলাইনে কপ ২৬-সিভিএফের একটি বৈঠক হওয়ারও সম্ভাবনা আছে। এরপর লন্ডন যাবেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করছি সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বৈঠকের জন্য। এ নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী। মোমেন বলেন, আমরা চাই এই পুরস্কার প্রধানমন্ত্রী নিজ হাতে দিক।