অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পেঁয়াজ-চিনি আমদানি শুল্ক কমলো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার  

পেঁয়াজ ও চিনির দাম নিয়ন্ত্রণে আনতে এই দুই পণ্য আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজস্ব বোর্ডকে চিঠি দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষর করা দুটি পৃথক আদেশে শুল্ক কমানোর সিদ্ধান্ত জানানো হয়।

চিনির নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পেঁয়াজের নতুন শুল্কহার কার্যকর থাকবে চলতি বছরের শেষদিন পর্যন্ত।

উল্লেখ্য গত ১১ অক্টোবর পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।