অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খুলে গেলো বালি’র দুয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার  

বৃহস্পতিবার থেকে ইন্দোনেশিয়ার বালিতে পুনরায় আর্ন্তজাতিক ফ্লাইট চালু করা হয়েছে। তবে তা সব দেশের জন্য না। চীন, জাপান ও ফ্রান্সসহ ১৯ টি দেশ থেকে এসব ফ্লাইট চলাচল করবে। 

করোনা মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালিতে পর্যটকদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নীতি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই টিকাগ্রহণ এবং হোটেলে পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া ভিসার কঠোর নিয়ম কানুনও তাদের মানতে হবে। 

বিমানবন্দরের মুখপাত্র তৌফান যুধিষ্ঠির বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত। তবে আজ কোন বিমান আসার কথা নেই।