অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা মোকাবেলায় সুইডেন থেকে এগিয়ে বাংলাদেশ

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার  

কোভিড-১৯ মোকাবেলায় সুইডেন ও ভারত থেকে বাংলাদেশ ভালো করেছে বলে মন্তব্য করেছেন ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন। মঙ্গলবার (১২ অক্টোবর) বিদায়ী সাক্ষাৎকালে তিনি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে এ কথা জানান। 

সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, আশা একজন সুইডিশ নাগরিক। প্রায় সাড়ে চার বছর তিনি ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। 

ড. আশা জানান, বাংলাদেশের জনসংখ্যা সুইডেনের চেয়ে ২০ গুণেরও বেশি। তবু দুই দেশের মৃত্যুহার প্রায় সমান। 
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ টিকাদান কর্মসূচিতে ভালো সাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশের নাগরিকরাও এমন সাড়া দেয়নি। 

সাক্ষাতে করোনার ধাক্কা সামলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরেন আশা। তিনি বলেন, অর্থনীতির সম্বৃদ্ধি আগের মতো না হলেও এখন অনেকটাই করোনা পূর্ববর্তী যুগে চলে গেছে। 

পরিকল্পনামন্ত্রী আরও জানান, সাক্ষাতে আশা আশ্বাস দিয়েছেন যে ইউএনএফপিএ’ থেকে বাংলাদেশ আগামী দিনেও আরও সহায়তা পাবে। আর সেটা হবে শিক্ষা ও গবেষণা খাতে।