অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করছে না জিমেইল

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৮:০০ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৮:২৩ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ভারতের বিভিন্ন এলাকায় জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ইমেইল সার্ভিস জিমেইল ব্যবহার করতে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। দেশটির অন্তত শতকারা ৬৮ ভাগ জিমেইল গ্রাহক ইমেইল পাঠাতে পারছেন না। ১৮ শতাংশ গ্রাহক সার্ভার সমস্যায় পড়েছেন। আর ১৪ শতাংশের বেশি মানুষ লগইন সমস্যায় ভুগছেন।

মঙ্গলবার দুপুর থেকে এমন সংকট দেখা দিয়েছে বলে ইন্টারনেট আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাতে জানিয়েছে আইএএনএস।

জিমেইল ব্যবহারে অসুবিধার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করছেন অনেকে। জিমেইল ব্যবহারকারীরা বলছেন, তারা কোথাও মেইল পাঠাতে পারছেন না; কোনও জায়গা থেকে পাঠানো মেইল খুলতেও পারছেন না।

গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও পর্যন্ত  কিছু জানানো হয়নি। 

সপ্তাহ খানেক আগে ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপের বিভিন্ন সার্ভিস ব্যাহত হয়।