অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাকার জামিন না মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার  

সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকার পৃথক দুই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার ৩ দিন এবং মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রথমে মাদক মামলায় রিমান্ডে নিয়ে রাকাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ওই মামলার রিমান্ড বিষয়ে আদালতকে অবহিত করা হয়।

এদিন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড শেষে রাকাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বদরুল মিল্লাত।

এসময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে থেকে এ জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিজান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র‌্যাব।