অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় মৃত্যু ১৪, শনাক্তের হার ২.৩৫

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৫:০০ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭১৩ জন

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭১৩ জন

দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা গত কয়েকদিন ধরে ওঠানামা করছে। পরিস্থিতি উদ্বেগজন না হলেও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন জনস্বাস্থ্যবিদরা।

**২৪ ঘন্টায় মৃত্যু কমলেও সামান্য বেড়েছে শনাক্তের হার

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী মঙ্গলবার (১২ অক্টোবর ) করোনাক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার মৃত্যুর এই সংখ্যা ছিল ১১, রবিবার ১৪, শনিবার ২০ এবং শুক্রবার মারা যান ৭ জন।

অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫৪৩ জনের। গতকাল সোমবার ৫৯৯ জন করোনায় সংক্রমিত হন।

গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৩৫। সোমবার ছিল ২.৫৮, রবিবার ২.৩৬, শনিবার ২.৪৫, শুক্রবার ২.৭৭।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৭১৩ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু: ১৪
  • মোট মৃত্যু: ২৭ হাজার ৭১৩
  • শনাক্ত : ৫৪৩
  • মোট শনাক্ত: ১৫ লাখ ৬৩ হাজার ৫০১
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৩ হাজার ১৫৫
  • শনাক্তের হার: ২.৩৫ শতাংশ
  • সুস্থ: ৭০১
  • মোট সুস্থ: ১৫ লাখ ২৫ হাজার ১৬৮

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১২ জন এবং ১ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। আরও একজনের মৃত্যু হয় বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে। 

মৃতদের মধ্যে ৬ জন ঢাকায়, ৪ জন চট্টগ্রামের। ২ জন খুলনার, ১ জন বরিশালের এবং রংপুরের বাসিন্দা ১ জন। মঙ্গলবার দেশের তিন বিভাগ রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহে  করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

ঢাকা: ৬
চট্টগ্রাম: ৪
রাজশাহী: ০
খুলনা: ২
বরিশাল: ১
সিলেট: ০
রংপুর: ১
ময়মনসিংহ: ০

মঙ্গলবার করোনাক্রান্ত হয়ে পুরুষের মৃত্যু বেশি হয়েছে।
পুরুষ: ১০
নারী:  ৪

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৩ জনের বয়স ৮১-৯০ এর মধ্যে, ৭১-৮০ এর মধ্যে ২ জন এবং ৫ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া আরও ১ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে, ২ জনের ৩১-৪০ এর মধ্যে এবং ১ জনের বয়স ১০ এর নিচে। 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ২৫ হাজার ১৬৮।