অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৪:৫৭ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার

হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট

হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সুনির্দিস্ট অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

চাকরিজীবী লীগ দিয়ে আলোচনায় আসা হেলেনা জাহাঙ্গীরের নামে গত ৩০ জুলাই গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

এর আগে গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মিরপুর থানায় প্রতারণার মামলা এবং পল্লবী থানার টেলিযোগাযোগ আইনে মামলা হয়। এসব মামলায় হেলেনা জাহাঙ্গীরকে বেশ কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।