অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজশাহীতে ব্যবসায়ীকে হত্যা: ৫ জনের ফাঁসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার  

রাজশাহীতে স্বর্ণ ব্যবসায়ী রাজু আহমেদকে হত্যার ঘটনায় পাঁচজনের ফাঁসি এবং ৯ জনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার ১২ অক্টোবর) রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় ঘোষণা করেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহীর দড়িখরবনা এলাকার সাজ্জাদ হোসেন সাজু, আজিজুর রহমান রাজন, রিংকু ওরফে গয়া, দুর্গাপুর ইসমাইল হোসেন ও বাগমারার মাদারীগঞ্জের মাহমুদুর রশীদ রেন্টু। এরা সবাই আটক আছেন।

জমির বিরোধ নিয়ে ২০১০ সালের ১৫ মার্চ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর জের ধরে মাহমুদুর রহমান রেন্টু রাজশাহীর দড়িখরবোনা এলাকার সাজ্জাদ হোসেন সাজু, আজিজুর রহমান রাজন, রিংকু ওরফে গয়া এবং দুর্গাপুরের ইসমাইল হোসেনকে নিয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করেন। ২০১০ সালের ১৫ মার্চ তারা রাজশাহী নিউমার্কেটের সামনে থেকে রাজুকে একটি রিকশায় তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রাজু রিকশায় না উঠলে তাকে রিংকু হাতুড়ি দিয়ে আঘাত করে। রাজু মাটিতে পড়ে গেলে রাজন ও সাজ্জাদ হোসেন সাজু বুকে ও পেটে চাকু দিয়ে আঘাত করে। এতে রাজুর মৃত্যু হয়।