অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আজও দুইজনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার  

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৭৮ জন। 

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৭৫৮ জন, আর বাকি ১৭৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২০ হাজার ৩৩৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৩২৩ জন।