অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোহলি-রোহিতদের কোচ হচ্ছেন মুডি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার  

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শেষ হচ্ছে রবি শাস্ত্রীর মেয়াদ। এরই মধ্যে ভারতের প্রধান কোচ জানিয়ে দিয়েছেন, নতুন করে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না। তারপর থেকেই জল্পনা চলছে কে তার জায়গায় নিবেন। 

অনেকের নামই সামনে আসছে। কেউ বলছেন সে দায়িত্ব নিতে পারে রাহুল দ্রাবিড়। তবে ‘দ্য ওয়াল’ এর নাকি আগ্রহ বেশি নয়। এরমধ্যেই টম মুডির মতো কোচ আগ্রহ প্রকাশ করেছেন কোহলিদের কোচ হওয়ার। 

অস্ট্রেলিয়ান গণমাধ্যম ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, ‘বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার এবং স্বনামধন্য কোচের ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছে আছে। যে পদটি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রী দায়িত্ব ছাড়লে শূন্য হবে।’

৫৬ বছর বয়সী মুডি বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদ এবং শ্রীলঙ্কা ক্রিকেটের পরিচালক। ২০১৭ এবং ২০১৯ সালসহ এর আগে তিনবার ভারতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। যদিও কোনোবারই ব্যাটে-বলে মেলেনি।

আইপিএলে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত টানা ৭ মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান। সানরাইজার্সের একমাত্র শিরোপাটি আসে (২০১৬ সালে) তারই হাত ধরে। সানরাইজার্স সংশ্লিষ্টদের সাথে আবার বিসিসিআই এর সম্পর্কও নাকি ভালো। 

সব হিসাব মিলিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হিসেবে টম মুডির দায়িত্ব পাওয়ার ভালো সম্ভাবনা আছে।