অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার আবদুলরাজাক গুরনাহ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৬:০০ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

আবদুলরাজাক গুরনাহ

আবদুলরাজাক গুরনাহ

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার লেখক আবদুলরাজাক গুরনাহ। উপনিবেশবাদের প্রভাব তার রচনায় উঠে এসেছে আপোষহীন উপলব্দিতে, এমনটাই বলা হয়েছে এই লেখককে দেওয়া নোবেলের ঘোষণায়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) নোবেল কমিটি আবদুলরাজাক গুরনাহকে এ বিরল সম্মানে ভূষিত করে।

উপসাগরীয় অঞ্চলের উদ্বাস্তুদের ভাগ্যদশা নিয়ে তার খুরদার লেখনি রয়েছে। 

তানজানিয়ার জানজিবাজারে ১৯৪৮ সালে জন্ম গুরনাহর। সাহিত্যের এই সর্বোচ্চ সম্মানের পুরস্কার গত প্রায় দুই দশক পর এই প্রথম কোন আফ্রিকানের হাতে গেলো। আর আফ্রিকায় তিনি পঞ্চমজন নোবেল জয় করলেন। এর আগে ১৯৮৬ সালে নাইজেরিয়ার ওলে সোইঙ্কা, ১৯৮৮ সালে মিশরের নাগিব মাহফুজ, ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকার নাদিন গর্ডিনার ও ২০০৩ সালে জন ম্যাক্সেল কোয়েতজি সাহিত্যে নোবেল জয় করেন।