অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:০১ এএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার  

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯২২ জন রোগী ভর্তি আছে

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯২২ জন রোগী ভর্তি আছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে আর এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন। এদিকে, হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯২ জন। এরমধ্যে ঢাকায় ১৬২ জন এবং ঢাকার বাইরে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর এই মাসে এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭৩৯ জন।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯২২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৭৪৩ জন, আর বাকি ১৭৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এই বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৮ হাজার ৯৩৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৪৩ জন।