অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাফে ভারতের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত ড্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:০৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার   আপডেট: ০৭:৪৬ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার

ছবি: বাফুফে

ছবি: বাফুফে

সাফের সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে গোল খেয়ে পিছিয়ে পরা এবং খেলার ৫৪ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে বিশ্বনাথ ঘোষের মাঠ ছাড়ার পর শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ বাহিনী।

সোমবার মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় খেলাটি শুরু হয়।  ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ভারত। খেলার ২৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতীয় অধিনায়ক ও দলটির ইতিহাস সেরা তারকা সুনীল ছেত্রী। 

দ্বিতীয়ার্ধে দশজনের দলে পরিণত হলেও লড়াই জারি রাখে জামাল ভূঁইয়ার দল। খেলার ৭৪ মিনিটে মেলে সফলতা। ইয়াসিন আরাফাতের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। 

এরপর উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেলেও সাফল্য পায়নি।