অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে অজ্ঞাতদের নামে মামলা

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কক্সবাজার

প্রকাশিত: ০১:৫১ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার  

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামির নামে মামলা

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামির নামে মামলা

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামির নামে মামলা হয়েছে।

উখিয়া থানায় মামলাটি করেন মুহিবুল্লাহর ভাই হাবিব উল্লাহ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঞ্জুর মোর্শেদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলা নং- ১২৬, তারিখ ৩০ সেপ্টেম্বর। ওসি আরও জানান, ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।শিগগিরই এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।

বুধবার রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মুহিবুল্লাহর নিজ অফিস লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পাঁচ রাউন্ড গুলি করে।

এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পর রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় মুহিব উল্লাহকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। কুতুপালং এমএসএফ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোহিঙ্গাদের যত সংগঠন ও নেতা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম এই মুহিবুল্লাহ। তিনি রোহিঙ্গাদের অধিকার আদায়ে গড়ে তুলেছেন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানরাইটস। এই সংগঠনের নেতা হিসেবে তিনি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের হয়ে কথা বলেছেন বিশ্বদরবারে।