অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম সিনেমা নিয়ে অরণ্য আনোয়ার সঙ্গে পরীমনি

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

অরণ্য আনোয়ার, দেশের জনপ্রিয় নাট্যনির্মাতাদের একজন। তিন দশকের ক্যারিয়ারে ব্যস্ত ছিলেন নাটক নির্মাণ নিয়ে। প্রথমবারের মতো মাঠে নামছেন চলচ্চিত্র নির্মাণে। ছবির নাম ‘মা’। আর নিজের প্রথম ছবিতে প্রধান চরিত্রে পাচ্ছেন পরীমনিকে।

২৯ সেপ্টেম্বর রাতে পরীমণি ও পরিচালক অরণ্য আনোয়ারের মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়। অরণ্য আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনির সাথে নিজের ছবি পোস্ট করে লিখেছেন- : ধন্যবাদ পরীমনি।

প্রথম ছবি নির্মাণের প্রতিক্রিয়ায় অরণ্য আনোয়ার বলেন, ‘এই গল্পটি আমি ও আমার বন্ধু পুলক কান্তি বড়ুয়া নিজেদের মধ্যে লালন করছি দীর্ঘ সময়। গল্পে প্রধান চরিত্রটি হলো মায়ের। গল্পটি শোনালাম পরীকে। কিন্তু মনে শংকা ছিলো, তিনি মায়ের চরিত্র করতে রাজি হবেন কি না! কিন্তু গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ। 

জানা গেছে, একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‌‌'মা' ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। পরিচালক নিজেই লিখেছেন চিত্রনাট্য। 

আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। তার আগে ছবির অন্যান্য পাত্র-পাত্রীর নামও সামনে আসবে।