অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধে বিটিআরসিকে সময় দিলো আদালত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার  

অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করতে ২৫ অক্টোবর পর্যন্ত সময় পেল বিটিআরসি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিটিআরসি হাইকোর্টকে জানায়, তথ্য মন্ত্রণালয়ের কাছে  নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু এখনও তথ্য মন্ত্রণালয় থেকে তালিকা না পাওয়ায় আদালতের আদেশ কার্যকর করা সম্ভব হয়নি। তারা আদালতের কাছে সময় চান এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য।

পরে আদালত আগামী ২৫ অক্টোবর পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে। ওই দিন প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ঠিক করে দেয়।

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন ফারজানা শারমিন। রিটের পক্ষে শুনানি করেন জারিন রহমান ও রাশিদা চৌধুরী নিলু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করতে ২৫ অক্টোবর পর্যন্ত সময় পেল বিটিআরসি। আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেয়া হয়।

গত ১৬ আগস্ট অনিবন্ধিত নিউজপোর্টালের প্রচার ও প্রকাশ বন্ধে আইনি পদক্ষেপ নিতে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজপোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।