অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কংগ্রেসে যোগ দিলেন তরুণ জনপ্রিয় নেতা কানহাইয়া কুমার

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার  

মোদী বিরোধিতার সুর সপ্তমে তুলে তিনি বাম রাজনীতিতে নতুন করে জোয়ার আনার চেষ্টা করছিলেন। কিন্তু সেই জোয়ারে পুরোপুরি পাল তোলার আগেই তিনি যোগ দিলেন কংগ্রেসে। হ্যাঁ, বলা হচ্ছে ভারতের তরুণ জনপ্রিয় বামপন্থী নেতা কানহাইয়া কুমারের কথা।

জল্পনা সত্য করে মঙ্গলবার বিকেলে তিনি যোগ দিলেন ভারতের সবচেয় পুরসো দল জাতীয় কংগ্রেসে। সিপিআই ছেড়ে রাহুল গান্ধীর হাত ধরলেন তিনি। 

কংগ্রেসে যোগ দেওয়ার জন্য ভগৎ সিংয়ের জন্মদিনেই কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া। মাথায় হলুদ পাগড়ি পড়ে রাহুল গান্ধীর হাত ধরেন প্রাক্তন সিপিআই নেতা।

এদিন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেভানিও দিল্লিতে কানহাইয়া কুমারের সঙ্গেই রাহুল গান্ধীর পাশে ছিলেন। তবে তিনি সরাসরি কংগ্রেসে যোগ দেননি। তিনি জানিয়েছেন,' নির্দল বিধায়ক হওয়ার জন্য আমি টেকনিকাল কারণে কংগ্রেসে যোগ দিচ্ছি না। কংগ্রেসে যোগ দিলে আমি বিধায়ক হিসাবে কাজ চালাতে পারব না। তবে কংগ্রেসের আদর্শের আমি অংশীদার।'