অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোনালদোকে ৪০ বছরে খেলতে দেখলেও অবাক হব না: সোলশার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার  

ক্রিস্টিয়ানো রোনালদোয় মজেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলশার। পর্তুগিজ কিংবদন্তি ৪০ বছর বয়স পর্যন্ত ফুটবল খেললেও অবাক হবেন না বলে জানিয়েছেন রেড ডেভিল বস। 

এক যুগ পর ফের ম্যান ইউ-তে ফিরে এসেছেন সিআর সেভেন। লাল জার্সিতে 'দ্বিতীয় অভিষেক' করেও ফুটছেন রোনালদো। প্রথম তিন ম্যাচেই তাঁর চার গোল করা হয়ে গিয়েছে। খেলার পাশাপাশি রোনালদোর ফিটনেসে মোহিত সোলসার।

শনিবার (২৫ সেপ্টেম্বর) অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে রোনালদো স্তুতি শোনা গেল সোলশারের মুখে। তিনি বলেন, "রোনালদোকে ৪০ বছর বয়সেও খেলতে দেখলে অবাক হব না। ও যেভাবে নিজের দেখাশোনা করে, সেটাই ফারাক গড়ে দেয়। ও নিজের এনার্জির পুরোটা খেলাতেই দিয়েছে বলেই আজ ও এই জায়গায়। ওর খেলোয়াড়ি মানসিকতা অসাধারণ। সেটা ভিতর থেকে আসে। ওর মাথা বা পা যতক্ষণ চলবে ও ফুটবল খেলবে। আমি সবটা দিয়েছি।"  

রোনালদোর শারীরিক দক্ষতা বারবারই চমকে দিয়েছে মেডিক্যাল টেস্টে। বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন যে, রোনালদো ফিটনেস যেন কুড়ি বছরের ফুটবলারের মতো। দেখে মনে হয় না তিনি এখন বছর ছত্রিশের ফুটবলার। যার আন্তর্জাতিক ফুটবলে ১৮টি বছর কাটানো হয়ে গিয়েছে। 

২০০৩-২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার খেলেছেন রোনালদো। তিনটি প্রিমিয়র লিগ, একটি এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। ম্যানচেস্টারে খেলেই রোনালদো তারকা হয়ে ওঠেন ফুটবল বিশ্বের। এরপর রিয়াল মাদ্রিদে গিয়ে সিআর সেভেন হয়ে যান মহাতারকা। বর্তমানে দুই বছরের চুক্তিতে রোনালদোকে ১৫ মিলিয়ন ইউরো ও অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো অ্যাড-অন হিসাবে দিচ্ছে রেড ডেভিলস।