অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাচলাইনে দুই ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১ শনিবার  

বৃহস্পতিবার কাডিজের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অশোভন আচরণের জন্য লাল কার্ড দেখতে হয়েছে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানকে। আর এই লাল কার্ডের কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের লিগ পরিচালনা কমিটি কোম্যানকে আগামী দুই ম্যাচ টাচলাইনে নিষিদ্ধ  করেছে। কাতালান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ম্যাচটিতে গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে বার্সা।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে অশোভন আচরণের দায়ে লাল কার্ড দেখেছেন কোম্যান। নিষেধাজ্ঞার কারণে আগামী রবিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে ও আগামী সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না বার্সা বস।

পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে কোম্যানের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমানোর আপিল করবে তারা।

ইতোমধ্যেই বার্সেলোনার বাজে পারফরমেন্সে চাপে পড়েছেন কোম্যান। তার ভবিষ্যত নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ক্লাব সভাপতি ইয়োহান লাপোর্তা কাডিজের বিপক্ষে ম্যাচের আগে কোম্যানের পক্ষে কথা বলেছেন। কিন্তু একইসাথে তিনি বলেছেন এখন তার ভাল ফুটবল উপহার দেবার সময় এসেছে। প্রয়োজনে বোর্ড তাকে বাদ দেবার মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।