অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাভি বার্সার কোচ হওয়ার প্রস্তুতি নিচ্ছে: ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০১:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর থেকেই টালমাটাল অবস্থা বিরাজ করছে ক্লাবটিতে। আর্থিক সংকটে আঁতোয়া গ্রিজম্যানের মতো তারকা হারিয়েছে কাতালানরা। সে প্রভাব পড়েছে মাঠেও। চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের সঙ্গে পরাজয়ের পর গ্রানাডার বিপক্ষে শেষ মুহুর্তে হার এড়িয়েছে বার্সা। 

তারপর থেকেই ফুটবল পাড়ায় গুঞ্জন রোনাল্ড কোম্যানকে আর কোচ হিসেবে রাখতে চান না বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা। এরমধ্যে বড় এক দাবি করে বসেছেন সাবেক বার্সেলোনা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। 

চলতি বছর লা লিগা জিততে অন্য দলগুলোকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় নেই বার্সেলোনা। যা কোম্যানের উপর চাপ বাড়িয়ে দিচ্ছে। যে কোন সময় তার বরখাস্তের চিঠি হাতে আসতে পারে। 

তার উত্তরসূরি হিসেবে ইতোমধ্যেই নাকি তালিকা করা শুরু করেছেন লাপোর্তা আর তার শীর্ষেই আছেন ক্লাব লিজেন্ড জাভি হার্নান্দেজ।

এ প্রসঙ্গেই ‘স্পোর্টস’কে ইনিয়েস্তা জানান, যদি আমাকে জিজ্ঞেস করা হয় জাভিকে বার্সার কোচ হিসেবে কল্পনা করি কি না, তবে উত্তর হবে সবার আগে সেটাই কল্পনা করি। কারন হিসেবে বিশ্বকাজজয়ী তারকা বলেন, বার্সার কোচ হতে এবং ট্রেনিং করাতেই জাভি প্রস্তুতি নিচ্ছে। আর এই চ্যালেঞ্জ নেয়ার আত্মবিশ্বাস তার আছে। 

বর্তমানে কাতারের ক্লাব আল সাদের দায়িত্বে আছেন জাভি। কিছুদিন আগেই ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি সেরেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সেখানে নাকি বার্সা ডাকলে দায়িত্ব ছাড়ার শর্তও জুড়ে দিয়েছেন। তাই যে কোন সময় ন্যু ক্যাম্পের ডাগআউটে দেখা যেতে পারে মাঝমাঠের এই জাদুকরকে।