অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৯০ বছর আগে আঁকা রবীন্দ্রাথের ছবি নিলামে

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রোববার   আপডেট: ০৫:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রোববার

৯০ বছর আগে ১৯৩০ সালের দিকে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি নিলামে উঠতে যাচ্ছে। আসছে ২২ সেপ্টেম্বর ছবিটি নিলাম করবে ক্রিস্টিজ নামে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। 

ক্রিস্টিজ-এর ওয়েবসাইটে জানানো হয়েছে- ১৯৩০ বা তার কাছাকাছি সময়ে ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা অন্য ছবিগুলোর তুলনায় আয়তনে কিছুটা বড়। 

সংস্থাটি আশা করছে, এক লাখ ২০ হাজার পাউন্ড থেকে এক লাখ ৮০ হাজার পাউন্ড (৯০ লাখ থেকে এক কোটি ৩৫ লাখ টাকায়) বিক্রি হতে পারে ছবিটি।

১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে নিজের আঁকা বেশ কয়েকটি ছবি সঙ্গে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গ্যালারি পিগাল’-এ সেগুলোর প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকরা কিনে নেন বেশিরভাগ ছবি। এসব ছবির মধ্যেই ছবিটি ছিল বলে ধারণা করা হচ্ছে।

ক্রিস্টিজ জানাচ্ছে, এডিথ অন্দ্রে নামে এক জার্মান নারী ও তার স্বামী এ ছবিটি কিনেছিলেন। পরে এডিথের দাদা ওয়াল্টার রাথেনিউয়ের সংগ্রহে আসে সেটি। এই রাথেনিউ পরিবারই রবীন্দ্রনাথের আঁকা ছবিটি ক্রিস্টিজকে নিলাম করতে দিয়েছে।