অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত ৫ হাজার ছাড়ালো  

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার  

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩২ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩২ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৩২ জন। এর মধ্যে ঢাকায় ১৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। 

তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৯ জন। আর এই মাসে রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ১০৪ জন। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।  

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৯৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৯৯০ জন, আর বাকি ২০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। 

এই বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার ৪৬০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৪ হাজার ২০৪ জন।