অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আদালতের সামনে রাসেলের মুক্তি দাবিতে শ্লোগান, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার  

প্রতারণা ও অর্থ-আত্মসাতের জন্য গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের মুক্তি দাবিতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে শ্লোগান দেন কয়েকজন। এ সময় ঘটনাস্থল থেকে একটজনকে আটক করে পুলিশ। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে রিমান্ড শুনানি শেষে রাসেলকে নিয়ে যাওয়ার সময় তার গাড়িকে ঘিরে শ্লোগান দেন ২০ থেকে ২৫ জন যুবক। এ সময় কোতয়ালী থানা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে একটজনকে আটক করে নিয়ে যায়। 

কোতয়ালী থানার উপপরিদর্শক আনিসুল ইসলাম বলেন, নিষেধ করার পরও শ্লোগান দেয়ায় তাদের আটক করে থানায় পাঠানো হয়েছে। 

এর আগে রাসেল ও তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিনদিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন। 

গত বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেফতার করে র‌্যাব।