অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দুই মসজিদে অভিযান, জঙ্গি সন্দেহে আটক ৪৭

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, দিনাজপুর

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ১২:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

দিনাজপুর শহর ও বিরল উপজেলার দুইটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৭ জন আটক

দিনাজপুর শহর ও বিরল উপজেলার দুইটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৭ জন আটক

দিনাজপুর শহর ও বিরল উপজেলার দুইটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪৭ জনকে আটক করা হয়েছে। শহরের মহারাজার মোড় মেদ্যাপাড়ায় বাইতুল ফালাহ জামে মসজিদে বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান শুরু হয়। দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, রাতে ঢাকার কাউন্টার টেররিজম ইউনিট প্রথমে দিনাজপুর শহরের মহারাজার মোড়ে একটি মসজিদে অভিযান পরিচালনা করে। দিনাজপুরের পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে।

দু্ইটি জায়গায় অভিযান চালানো হয়। এর মধ্যে বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে ৩০ জন এবং বিরল উপজেলার আরেকটি মসজিদ থেকে ১৭ জনসহ মোট ৪৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা দিনাজপুর পুলিশের হেফাজতে আছে।

অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তাবলিগ জামাতে আসা একটি দল নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেন।