অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণখানে হামলার শিকার হলেন এক সংবাদকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট 

প্রকাশিত: ১১:০৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার  

রাজধানীর দক্ষিণখানে এক সাংবাদিক ও তার ভাই হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন সাংবাদিক মীর মেহেদী হাসান জনি ও তার বড় ভাই মীর জহিরুল ইসলাম। পূর্বশত্রুতার জেরে  এই হামলা বেল প্রাথমিক তথ্যে জানা গেছে। 

ঘটনা সম্পর্ক মীর মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণখানের শাহকবির মাজার রোডের সিএনজি পাম্প এলাকায় হামলার শিকার হন তিনি এবং তার ভাই। 

হামলাকারী হিসেবে অভিযুক্তরা হচ্ছেন মাহবুব হাসান রতন ও তার ভগ্নিপতি পুষ্প। 

মেহেদী হাসান বলেন, আমরা মোটরবাইকে ওই এলাকা দিয়ে যাওয়ার পথে রতন ও পুষ্প গতিরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকেন। এতে আমি বাইক থেকে পড়ে গেলে পুষ্প-রতনসহ কয়েকজন মিলে আমাকে এবং আমার বড় ভাইকে পেটাতে থাকে।

হামলায় মীর মেহেদী হাসান মাথায় আঘাত পেয়েছেন এবং একটা আঙুল ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে রড দিয়ে আঘাত করা হয়েছে। হামলাকারীরা তার মোবাইলফোনটি নিয়ে গেছেন বলেও অভিযোগ মেহেদী হাসানের। তার বড় ভাইও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাস্ত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। 

বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে। দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাশেদের পরামর্শে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও জানান মীর মেহেদী হাসান। 

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রহমান জাগো বলেন, হামলার বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। ক্রসচেক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মীর মেহেদী হাসান সারাবাংলা.নেটে স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে সাংবাদিকতা ক্যারিয়ার শুরু করেন, পরে তিনি সবশেষ বেসরকারি টেলিভিশন আরটিভিতে কর্মরত ছিলেন। আগামী ১ অক্টোবর থেকে অন্য একটি বেসরকারি টেলিভিশনে তার যোগ দেওযার কথা রয়েছে।