অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেট্রোরেলের নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার  

মেট্রোরেলের নির্মাণকাজে ব্যবহৃত মালামাল চুরির অভিযোগে পাঁচজন গ্রেফতার

মেট্রোরেলের নির্মাণকাজে ব্যবহৃত মালামাল চুরির অভিযোগে পাঁচজন গ্রেফতার

মেট্রোরেলের নির্মাণকাজে ব্যবহৃত মালামাল চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১ হাজার ৪০০ কেজি মালামালও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সজিব খান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন দেলোয়ার, দুলাল, হাসমত, রবিন ও আনোয়ার।

এসআই সজিব খান বলেন,  চক্রটি দীর্ঘদিন মেট্রোরেলের রডসহ বিভিন্ন জিনিস চুরি করছিল। মেট্রোরেল কর্তৃপক্ষের অভিযোগে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। তার তথ্যে বাকি চারজনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছেন, ছয় মাস ধরে তারা মিরপুর ১২ থেকে ১০, মিরপুর ১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল পথ তৈরির সরঞ্জাম চুরি করে আসছিলেন। সব সরঞ্জাম ভাঙারি দোকানে বিক্রি করতেন তারা।

এসআই সজীব খান জানান, গ্রেফতার চোরদের বিরুদ্ধে থানায় চুরির মামলা প্রক্রিয়াধীন।