অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এখন থেকে সপ্তাহে ২ দিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০১:৩৬ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস করার নিয়মে পরিবর্তন করেছে মাউশি

অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস করার নিয়মে পরিবর্তন করেছে মাউশি

অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস করার নিয়মে পরিবর্তন এসেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে একদিন নয়, ক্লাস করতে হবে দুইদিন। এছাড়া আগের সিদ্ধান্তনুযায়ী চলতি বছর এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে হবে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রবি ও বৃহস্পতিবার ক্লাস করতে হবে। নবম শ্রেণির শিক্ষার্থীরা শনিবার ও বুধবার ক্লাস করবে। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারিতে ৫৪৩ দিন বন্ধ থাকার পরে গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হয়। পঞ্চম, এসএসসি ও এইচএসসি’র শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস চলছে। বাকিদের সপ্তাহে একদিন।