অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতের সঙ্গে স্থল সীমান্ত চালু ১৯ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১১ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার  

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ক্রস-বর্ডার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল বন্দর ব্যবহার করে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বন্দর পার হতে অনাপত্তিপত্র (এনওসি) দেখাতে হবে না। বেনাপোল, আখাউড়া, সোনামসজিদ, হিলি, দর্শনা ও বুড়িমারী স্থল বন্দরে আগের মতো স্বাভাবিক সময়ে কার্যক্রম পরিচালিত হবে। 

এ ছাড়া, ওইদিনই শেওলা, তামাবিল, ভোমরা, বিরল ও বাংলাবাংলা বন্দর যাত্রী পারাপারের জন্য খুলে দেওয়া হবে।