অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

অবশেষে শনাক্তের হার নামলো ৫ এর ঘরে

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:৪৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫.৯৮

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫.৯৮

দেশে শনাক্তের হার পাঁচ এর ঘরে নামলো। মৃত্যুর সংখ্যা একই থাকলেও শনাক্ত কমেছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। 

বুধবারও মৃত্যুর এই সংখ্যা ছিল ৫১, মঙ্গলবার ৩৫, সোমবার ৪১, রবিবার ৫১, শনিবার ৪৮ এবং শুক্রবার মারা যান ৩৮ জন।

**একদিনে আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজারের নিচে

অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩১ হাজার ১৪৯ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১ হাজার ৮৬২ জনের। গতকাল বুধবার ১ হাজার ৯০১ করোনায় সংক্রমিত হন।

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫.৯৮। মঙ্গলবার ছিল ৬.৫৪, সোমবার ৭.৬৯, রবিবার ছিল ৭.৪৬, শনিবার ৭.০৩, শুক্রবার ৮.৬৫। 

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৭ হাজার ৫৮ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু: ৫১
  • মোট মৃত্যু: ২৭ হাজার ১০৯
  • শনাক্ত : ১ হাজার ৮৬২
  • মোট শনাক্ত: ১৫ লাখ ৩৮ হাজার ২০৩
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩১ হাজার ১৪৯
  • শনাক্তের হার: ৫.৯৮ শতাংশ
  • সুস্থ: ৩ হাজার ৫৪৯
  • মোট সুস্থ: ১৪ লাখ ৯৪ হাজার ৯০

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,সরকারি হাসপাতালে ৪১  জন এবং ১০ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।

মৃতদের মধ্যে ২৯ জন ঢাকার,৮ জন চট্টগ্রামের এবং ৪ জন রাজশাহীর। আরও ৬ জন খুলনার,৩ জন বরিশালের এবং রংপুরের বাসিন্দা ১ জন। বৃহস্পতিবার সিলেট ও ময়মনসিংহের কোনও মৃত্যুর তথ্য নেই। 

ঢাকা: ২৯
চট্টগ্রাম: ৮
রাজশাহী: ৪
খুলনা: ৬
সিলেট:  ০
বরিশাল: ৩
রংপুর: ১
ময়মনসিংহ: ০

বৃহস্পতিবার করোনাক্রান্ত হয়ে নারীর মৃত্যু হয়েছে বেশি।

পুরুষ: ২৫
নারী:  ২৬

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৮১-৯০ এর মধ্যে ২ জন,৭ জনের ৭১-৮৯ এর মধ্যে,১৯ জনের ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া ৩৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৩ জনের ৪১-৫০ এর মধ্যে এছাড়া ৩১-৪০ এর মধ্যে ৪ জনের বয়স। এছাড়া ২১-৩০ এবং ১১-২০ এর মধ্যে ১ জনের বয়স। 

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৯০।