অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নির্বাচন দেখতে রাশিয়ায় গেলেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৪:২৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

সিইসি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করবেন

সিইসি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করবেন

রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সাত দিনের সফরে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। তার সঙ্গে রয়েছেন একান্ত সচিব আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

ইসির যুগ্ম সচিব মো. আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সিইসি ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এরপর অন্যান্য কাজ সেরে দেশে ফিরবেন।